সার্ভেয়িং এমসিকিউ প্রশ্ন ও উত্তর যা জব প্রত্যাশীদের জন্য অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয়। আমরা সার্ভেয়িং বই mcq সহ অন্য বইয়ের mcq প্রশ্ন ও বিভিন্ন বিষয়ে ব্যাখ্যা সহ বিস্তারিত আলোচনা করব। আমাদের এই ধারাবাহিক প্রশ্ন উত্তর কার্যক্রম চলমান থাকবে। এই প্রশ্নগুলো থেকে পলিটেকনিক শিক্ষার্থীদের জব প্রিপারেশন নেওয়া আরো সহজ হবে।
১. নিচের কোনটি ত্রিমাত্রিক জরিপ?
ক. শিকল জরিপ
খ. থিওডোলাইট জরিপ
গ. কন্টুর জরিপ
ঘ. সমতলমিতি
সঠিক উত্তর: খ. থিওডোলাইট জরিপ
ব্যাখ্যা: ত্রিমাত্রিক জরিপই মূলত থিওডোলাইট জরিপ। এটি একটি কৌণিক জরিপ। থিওডোলাইট জরিপের সাহায্যে ত্রিভুজ বা বহুভূজগুলোর প্রত্যেকটি কোণ মাপা হয়।
২. ভূ-আলোকচিত্র জরিপের ধাপ কয়টি?
ক. ১টি
খ. ২টি
গ. ৩টি
ঘ. কোনোটিই নয়
সঠিক উত্তর: গ. ৩টি
ব্যাখ্যা: ভূ-আলোকচিত্র জরিপে সরজমিনে তিনটি কার্যাদি সম্পন্ন হয়- ১। পর্যবেক্ষণ জরিপ, ২। ত্রিভুজায়ন, ৩। ক্যামেরার কাজ।
৩. ইঞ্জিনিয়ারিং শিকল প্রতি লিংকের দৈর্ঘ্য কত?
ক. 1 ft
খ. 0.66 ft
গ. 20cm
ঘ. 25cm
সঠিক উত্তর: ক. 1 ft
ব্যাখ্যা: ইঞ্জিনিয়ারিং শিকল বা প্রকৌশল শিকলের দৈর্ঘ্য 100 ft যা সমান 100 ভাগে বিভক্ত। অর্থাৎ প্রতি লিংকের দৈর্ঘ্য 1 ft.
গান্টার শিকলের প্রতি লিংকের দৈর্ঘ্য 0.66 ft
মিটার শিকলের প্রতি লিংকের দৈর্ঘ্য 0.20 m, 0.30 m
৪. মাঠের সীমানা ও জমির আয়তন নির্ধারণের জন্য কোন ধরনের সার্ভেয়িং করা হয়?
ক. রুরাল
খ. কিস্তোয়ার
গ. আইসোলেটেড
ঘ. ট্রাভার্স সার্ভে
সঠিক উত্তর: খ. কিস্তোয়ার
ব্যাখ্যা: যে জরিপের সাহায্যে কোন এলাকার মৌজা/গ্রাম জমিগুলো দাগে দাগে মেপে নকশা প্রণয়ন, মালিকানা নিরূপণ জমির প্রকার নির্ধারণ, খাজনা ধার্যকরণ ইত্যাদি করা হয়, তাকে কিস্তোয়ার বা ক্যাডাস্ট্রাল সার্ভে বলে।
৫. গান্টার্স শিকলের দৈর্ঘ্য-
ক. 33ft
খ. 44ft
গ. 55ft
ঘ. 66ft
সঠিক উত্তর: ঘ. 66 ft
৬. কোথাকার MSL-কে বাংলাদেশের Datum বলে ধরা হয়-
ক. চট্টগ্রাম
খ. টেকনাফ
গ. কক্সবাজার
ঘ. রাজশাহী
সঠিক উত্তর: গ. কক্সবাজার
ব্যাখ্যা: সমুদ্রপৃষ্ঠের পানির জোয়ার ও ভাটার গড় মান ধরে গড় সমুদ্র পৃষ্ঠ বা MSL নির্ধারণ করা হয়। এই মানের সাপেক্ষে বিভিন্ন স্থানের উচ্চতা নির্ধারণ করা হয়।
৭. শব্দতরঙ্গ প্রেরণ ও গ্রহণ করে সমুদ্রের গভীরতা নির্ণয় করতে নিচের কোন যন্ত্রটি রাখতে হয়?
ক. স্টেশন পয়েন্টার
খ. সাউন্ডিং লেড
গ. সাউন্ডিং মেশিন
ঘ. ফ্যাদোমিটার
সঠিক উত্তর: ঘ. ফ্যাদোমিটার
৮. ডেটাম পৃষ্ঠের RL কত?
ক. ০
খ. ৩০
গ. ৫০
ঘ. কোনোটিই নয়
সঠিক উত্তর: ক. ০ (শূন্য)
ব্যাখ্যা: ডেটাম একটি রেফারেন্স তল যার সাহায্যে পৃথিবীপৃষ্ঠে কোনো বস্তু বা বিন্দুর উচ্চতা বা গভীরতা নির্ণয় করা হয়।
৯. Contour (কন্টুর) ম্যাপের কেন্দ্রের দিকে ধারাবাহিকভাবে মান বাড়লে কী বুঝায়–
ক. জলাশয়
খ. পাহাড়
গ. সমতলভূমি
ঘ. কোনোটিই নয়
সঠিক উত্তর: খ. পাহাড়
১০. ত্রিভুজের তিন বাহু সরাসরি মেপে যে জরিপ করা হয়-
ক. কম্পাস জরিপ
খ. প্লেন টেবিল জরিপ
গ. শিকল জরিপ
ঘ. থিওডোলাইট জরিপ
সঠিক উত্তর: গ. শিকল জরিপ
১১. ত্রিভুজের কোণ 30°-120° হলে তা-
ক. সুঠাম ত্রিভুজ
খ. সমদ্বিবাহু ত্রিভুজ
গ. সমবাহু ত্রিভুজ
ঘ. বিষমবাহু ত্রিভুজ
সঠিক উত্তর: ক. সুঠাম ত্রিভুজ
১২. জরিপ কাজে কোনে স্টেশন চিহ্নিতকরণের জন্য ব্যবহৃত হয়?
A. অফসেট রড
B. হোয়াইটস
C. ক্রস স্টাফ
D. রেঞ্জিং পোল
সঠিক উত্তর: D. রেঞ্জিং পোল
১৩. ভিত্তিরেখা সূক্ষ্মভাবে পরিমাপের জন্য কোনটি ব্যবহৃত হয়?
A. ইনভার টেপ
B. নাইলন টেপ
C. মিটার শিকল
D. স্টিল ব্যান্ড শিকল
সঠিক উত্তর: A. ইনভার টেপ
১৪. প্লেন টেবিল জরিপে ব্যবহৃত প্রধান উপকরণ কোনটি?
ক. কম্পাস
খ. এলিডেড
গ. চেইন
ঘ. রেঞ্জিং রড
সঠিক উত্তর: খ. এলিডেড
১৫. বৃহৎ ত্রিভুজায়ন জরিপের মাধ্যমে কোন ধরনের বেঞ্চমার্ক স্থাপন করা হয়?
ক. স্থায়ী
খ. অস্থায়ী
গ. জিটিএস
ঘ. ধার্যকৃত
সঠিক উত্তর: ঘ. ধার্যকৃত
১৬. দিল্লি ও চট্টগ্রামের দ্রাঘিমা যথাক্রমে 80°00 E ও 90°30 E। চট্টগ্রামে যখন মধ্যাহ্ন, তখন দিল্লির সময় কত?
A. ১১ ঘ. ০০ মি.
B. ১০ ঘ. ১৮ মি.
C. ১১ ঘ. ১৮ মি.
D. ১২ ঘ. ৪২ মি.
সঠিক উত্তর: C. ১১ ঘ. ১৮ মি.
ব্যাখ্যা: চট্টগ্রাম 90°30′ E ও দিল্লি 80°00′ E দ্রাঘিমায় অবস্থিত। এই দুই স্থানের পার্থক্য 10.5°
আমরা জানি প্রতি 1° দ্রাঘিমায় জন্য সময়ের পার্থক্য হয় 4 মিনিট।
অতএব, 10.5° × 4 মিনিট = 42 মিনিট।
চট্টগ্রাম পূর্বে হওয়ায় দিল্লির সময় ৪২ মিনিট কম হবে।
১২:০০ − ০:৪২ = ১১:১৮
১৭. বদ্ধ ঘেরের ক্ষেত্রফল নির্ণয় পদ্ধতি-
ক. ২টি
খ. ৩টি
গ. ৪টি
ঘ. ৫টি
সঠিক উত্তর: খ. ৩টি
১৮. প্লেন টেবিল জরিপের জন্য কমপক্ষে কতটি স্টেশন (station) আবশ্যক?
ক. একটি
খ. দুটি
গ. তিনটি
ঘ. চারটি
সঠিক উত্তর: গ. তিনটি
১৯. পরপর দুটি কনট্যুর (Contour) লাইনের মধ্যকার উল্লম্ব দূরত্বকে কী বলা হয়?
ক. কনট্যুর ব্যবধান
খ. অনুভূমিক সমতুল্য
গ. কনট্যুর দূরত্ব
ঘ. উল্লম্ব সমতুল্য
সঠিক উত্তর: ক. কনট্যুর ব্যবধান