জাতীয় গোয়েন্দা সংস্থা (NSI) ফিল্ড স্টাফ নিয়োগ পরীক্ষা প্রশ্ন সমাধান ২০২৫

আজকে জাতীয় গোয়েন্দা সংস্থা (NSI) ফিল্ড স্টাফ নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। NSI ফিল্ড স্টাফ পরিক্ষার প্রশ্ন সমাধান নিচে সম্পূর্ণ নির্ভুলভাবে দেওয়া হয়েছে। 


জাতীয় গোয়েন্দা সংস্থা (NSI) ফিল্ড স্টাফ নিয়োগ পরীক্ষা প্রশ্ন সমাধান ২০২৫


১. ‘কুলাচার্য’ বলতে কী বোঝায়?

ক. প্রধান পুরোহিত

খ. পরিবারের প্রধান

গ. প্রধান শিক্ষক

ঘ. উন্নত জাতের বড়ই 


সঠিক উত্তর: ক. প্রধান পুরোহিত


২. 'মুক' অর্থ কী?

ক. বোবা

খ. মুখ

গ. অন্ধ

ঘ. অবাক


সঠিক উত্তর: ক. বোবা


৩. নিচের কোনটি মুক্তিযুদ্ধভিত্তিক প্রামাণ্য চলচ্চিত্র?

ক. মুক্তির কবিতা

খ. মুক্তির গল্প

গ. মুক্তির কথা

ঘ. মুক্তির গান


সঠিক উত্তর: ঘ. মুক্তির গান


৪. 'আকাশ' শব্দের প্রতিশব্দ কী?


ক. গগণ

খ. কিরণ

গ. কানন

ঘ. অসীম


সঠিক উত্তর: ক. গগণ


৫. 'নবান্ন' এর সঠিক সন্ধি বিচ্ছেদ কী?


ক. নবা + অন্ন

খ. নবা + ন্ন

গ. নব + আন্ন

ঘ. নব + অন্ন


সঠিক উত্তর: ঘ. নব + অন্ন


৬. আচার' এর বিপরীত শব্দ কী?


ক. অনাচার

খ.দূরাচার

গ. সুআচার

ঘ. মিষ্টি


সঠিক উত্তর: ক. অনাচার


৭. বিভক্তি যুক্ত না হলে সেখানে কোন বিভক্তি হয়?

ক. শূন্য

খ. দ্বিতীয়া

গ. সপ্তমী

ঘ. ষষ্ঠী

সঠিক উত্তর:ক. শূন্য


৮. বাংলা সাহিত্যের প্রথম নাগরিক কবি কে?

ক. মুকুন্দরাম

খ. নরহরি চক্রবর্তী

গ. ভারতচন্দ্র রায়

ঘ. বিজয়গুপ্ত


সঠিক উত্তর: গ. ভারতচন্দ্র রায়


৯. বাংলা সাহিত্যের প্রথম মহাকাব্য কী?

ক. মহাশশ্মান

খ. অশ্রুমালা

গ. মেঘনাদ বধ

ঘ. মহাভারত


সঠিক উত্তর: গ. মেঘনাদ বধ


১০. মীর মশাররফ হোসেনের শ্রেষ্ঠ উপনাস কোনটি?


ক. বিষাদ সিন্ধু

খ. জমিদার দর্পণ

গ. রত্নাবতী

ঘ. গো জীবন

সঠিক উত্তর: ক. বিষাদ সিন্ধু


১১. পুরুষ বা স্ত্রী নির্দেশক সূত্রকে ব্যাকরণে কী বলে?


ক. বচন

খ. লিঙ্গ

গ. বাক্য

ঘ. বাগার্থ

সঠিক উত্তর: খ. লিঙ্গ


১২. 'Conduct' শব্দের পরিভাষা কী?


ক. স্বভাব

খ. চরিত্র

গ. আচরণ

ঘ. উপস্থাপন

সঠিক উত্তর: গ. আচরণ


১৩. 'মন্থর' শব্দের অর্থ-


ক. ঢেউ

খ. আকাশ

গ. ধীর

ঘ. স্বাপদ


সঠিক উত্তর: গ. ধীর


১৪. নিচের কোনটি বহুবচন বাচন শব্দ?


ক. রচনাবলি

খ. পুষ্পকীট

গ. পণ্ডিতপ্রবর

ঘ. রত্নগর্ভা


সঠিক উত্তর: ক. রচনাবলি


১৫. 'অস্থি' শব্দের অর্থ কী?


ক. হাড়

খ. মজ্জা

গ. মাংস

ঘ. রক্ত


সঠিক উত্তর: ক. হাড়


১৬. 'আষাঢ়ের গল্প' বাগধারার অর্থ কী?


ক. আষাঢ় মাসের গল্প

খ. মজার গল্প

গ. আজগুবি গল্প

ঘ. বৃষ্টির গল্প


সঠিক উত্তর: গ. আজগুবি গল্প


১৭. 'খোদা তোমার মঙ্গল করুন' বাক্যটি কি অর্থে ব্যবহৃত হয়েছে?


ক. উপকার

খ. বিধান

গ. দয়া

ঘ. প্রার্থনা

সঠিক উত্তর: ঘ. প্রার্থনা


১৮. 'ক্ষমার যোগ্য' এর বাক্য সংকোচন-


ক  ক্ষমা

খ. ক্ষমার্হ

গ. ক্ষমাপ্রার্থী

ঘ৷ ক্ষমাপ্রদ

সঠিক উত্তর: খ. ক্ষমার্হ


১৯. নিচের কোনটি একবচন নির্দেশক?


ক. বনে বাঘ থাকে

খ. লোকে বলে

গ. শিক্ষক ছাত্রকে পড়াচ্ছেন

ঘ. মানুষ মরণশীল

সঠিক উত্তর: গ. শিক্ষক ছাত্রকে পড়াচ্ছেন


২০. খলিফা মামুন কোথাকার শাসনকর্তা ছিলেন?


ক. বাগদাদ

খ. সিরিয়া

গ.দানেস্ক

ঘ. ইরান

সঠিক উত্তর: ক. বাগদাদ

২১. ভাষা আন্দোলনের সময় ছাত্রদের উপর গুলি করা হয়-


ক. ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামনে

খ. সোহরাওয়ার্দী উদ্যানে 

গ. ঢাকা মেডিকেল কলেজের সমানে

ঘ. ঢাকা কলেজের সামনে

সঠিক উত্তর: গ. ঢাকা মেডিকেল কলেজের সমানে


২২. বিখ্যাত ক্র্যাক সদস্যরা মুক্তিযুদ্ধের কোন এলাকায় অপারেশন পরিচালনা করতেন?


ক. ঢাকা ও এর আশেপাশে

খ. যশোর ও এর আশেপাশে

গ. চট্টগ্রাম ও আশেপাশে

ঘ. সিলেট ও এর আশেপাশে

সঠিক উত্তর: ক. ঢাকা ও এর আশেপাশে


২৩. ১৯৭১ সালে পাকবাহিনী দ্বারা পরিচালিত অপারেশন এর নাম কী?


ক. অপারেশন মিউ নাইট

খ. অপারেশন সার্চ লাইট

গ. অপারেশন ঢাকা

ঘ. অপারেশন টর্চ লাইট

সঠিক উত্তর: ঘ. অপারেশন টর্চ লাইট


২৪. ২০২৪ সালের গণঅভ্যুত্থানকে কী নামে অভিহিত করা হয়?


ক.আগস্ট গণঅভ্যুত্থান

খ. ছাত্র জনতা অভূত্থান

গ. বৈষম্ববিরোধী গণঅভ্যুত্থান

ঘ. জুলাই গণঅভ্যুত্থান

সঠিক উত্তর: ঘ. জুলাই গণঅভ্যুত্থান


২৫. প্রাচীন বাংলার মৌর্য শাসনের প্রতিষ্ঠাতা কে?


ক. চন্দ্রগুপ্ত মৌর্য

খ. সমুদ্র গুপ্ত

গ. অশোক মৌর্য

ঘ. কোনোটিই নয়

সঠিক উত্তর: ক. চন্দ্রগুপ্ত মৌর্য


২৬. কীসের ভিত্তিতে পূর্ব বাংলায় ভাষা আন্দোলন সংঘটিত হয়েছিল?


ক. সামাজিক চেতনা

খ. বাঙালি জাতীয়তাবাদ

গ. দ্বিজাতি তত্ত্ব

ঘ. অসাম্প্রদায়িকতা

সঠিক উত্তর: খ. বাঙালি জাতীয়তাবাদ


২৭. ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় নৌ-কমান্ড কত নম্বর সেক্টরের অন্তর্ভুক্ত ছিল?


ক. ১১

খ. ১২

গ. ২

ঘ. ১০

সঠিক উত্তর: ঘ. ১০ 


২৮. সম্প্রতি জাতিসংঘ মহাসচিবের বাংলাদেশ সফরের প্রধান উদ্দেশ্য কী ছিল?


ক. মানবিক করিডোর

খ. জুলাই বিপ্লব

গ. রোহিঙ্গা ইস্যু

ঘ. অর্থনৈতিক সহায়তা

সঠিক উত্তর: গ. রোহিঙ্গা ইস্যু

২৯. বর্তমানে বাংলাদেশের বাণিজ্য উপদেষ্টার নাম কী?


ক. জনাব বশির উদ্দিন

খ. জনাব মাহফুজ আলম

গ. জনাব তৌহিদ হোসেন

ঘ. জনাব আসিফ নজরুল

সঠিক উত্তর: ক. জনাব বশির উদ্দিন


৩০. বিশ্বের শীর্ষ এর রপ্তানীকারক দেশ কোনটি?


ক. রাশিয়া

খ. ভারত

গ. চীন

ঘ. যুক্তরাষ্ট্র

সঠিক উত্তর: গ. চীন


৩১. সম্প্রতি ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের কোন স্থানে সন্ত্রাসী হামলা হয়েছে?


ক. জম্মু

খ. পেহেলেগাম

গ. বোরগাম

ঘ. লাদাখ

সঠিক উত্তর: খ. পেহেলেগাম


৩২. ন্যাটোর সদর দপ্তর কোথায়?


ক. লন্ডন

খ. প্যারিস

গ. হেগ

ঘ. ব্রাসেলস

সঠিক উত্তর: ঘ. ব্রাসেলস


৩৩. বিমসটেকের বর্তমান সভাপতি কোন দেশ?


ক. বাংলাদেশ

খ. থাইল্যান্ড

গ. নেপাল

ঘ. ভারত

সঠিক উত্তর: ক. বাংলাদেশ


৩৪. বাংলাদেশ সর্বাধিক জনশক্তি রপ্তানী করে কোন দেশে?


ক. কুয়েত

খ. সংযুক্ত আরব আমিরাত

গ. মালয়েশিয়া

ঘ. সৌদি আরব

সঠিক উত্তর: ঘ. সৌদি আরব


৩৫. কত দিন পর পর একজন সুস্থ মানুষ রক্ত দিতে পারেন?


ক. ৯০ দিন

খ. ১০০ দিন

গ. ১১০ দিন

ঘ. ১২০ দিন

সঠিক উত্তর: ঘ. ১২০ দিন


৩৬. বর্তমানে বাংলাদেশের পুরুষ টি-২০ ক্রিকেট দলের অধিনায়ক কে?


ক. মেহেদী হাসান মিরাজ

খ. লিটন কুমার দাস

গ. মেহেদী হাসান

ঘ. তৌহিদ হৃদয়

সঠিক উত্তর: খ. লিটন কুমার দাস


৩৭. বাংলাদেশ ও ভারতের পৃথকারী নদীর নাম কী?


ক. হাড়িয়াভাঙ্গা

খ. যমুনা

গ. নাফ

ঘ. ব্রহ্মপুত্র

সঠিক উত্তর: ক. হাড়িয়াভাঙ্গা


৩৮. কোনটি আবিষ্কারের ফলে ঘরে বসেই অফিসের কাজ করা সম্ভবপর হচ্ছে?


ক. ল্যাপটপ

খ. গমোবাইল

গ. কম্পিউটার

ঘ. ইন্টারনেট

সঠিক উত্তর: ঘ. ইন্টারনেট


৩৯. নিচের কোনটি সোস্যাল প্ল্যাটফর্ম নয়?


ক. টুইটার

খ. ইনস্টাগ্রাম

গ. বিং

ঘ.ফেসবুক

সঠিক উত্তর: গ. বিং


৪০. স্কার্ভি রোগ কিসের অভাবে হয়ে থাকে?


ক. ভিটামিন-এ

খ. ভিটামিন-সি

গ. ভিটামিন-বি

ঘ. ভিটামিন-ডি


সঠিক উত্তর: খ. ভিটামিন-সি


Post a Comment (0)
Previous Post Next Post