প্রশ্ন: বাংলা সাহিত্যের ইতিহাসে প্রাচীনতম মুসলমান কবি কে?
ক. সৈয়দ হামজা
গ. মুহম্মদ আব্দুল হাই
খ. দৌলত কাজী
ঘ. শাহ মুহম্মদ সগীর
সঠিক উত্তর: ঘ. শাহ মুহম্মদ সগীর
বাংলা সাহিত্যের প্রথম মুসলমান কবি হিসেবে শাহ মুহম্মদ সগীর বিশেষ গুরুত্বের অধিকারী। তিনি গৌড়ের সুলতান গিয়াসউদ্দিন আজম শাহের রাজত্বকালে (১৩৯৩-১৪০৯ সাল) ইউসুফ-জোলেখা কাব্য রচনা করেন। তাঁর কাব্যে চট্টগ্রাম অঞ্চলের কতিপয় শব্দের ব্যবহার লক্ষ্য করে ড. মুহম্মদ এনামুল হক তাঁকে চট্টগ্রামের অধিবাসী বিবেচনা করেছেন।