শুক্রবারে অনুষ্ঠিত হয়েছে সিভিল সার্জনের কার্যালয় নিয়োগ পরীক্ষা ২০২৫ উক্ত পরীক্ষার mcq প্রশ্নের সমাধান। নিয়োগ পরীক্ষা এই প্রশ্ন থেকে পরবর্তীতে বিভিন্ন চাকরি পরীক্ষায় কমন পাওয়া যাবে।
০১. ‘ব্যাকরণ’ শব্দের ব্যুৎপত্তিগত অর্থ কী?
ক) বিশেষভাবে করণ খ) সাধারণভাবে বিশ্লেষণ
গ) বিশেষভাবে বিশ্লেষণ ঘ) সাধারণভাবে সংযোজন
উত্তর: গ. বিশেষভাবে বিশ্লেষণ
০২. রাজা রামমোহন রায় রচিত বাংলা ব্যাকরণের নাম কী?
ক) বাংলা ভাষার ব্যাকরণ খ) গৌড়ীয় ব্যাকরণ
গ) ভাষা ও ব্যাকরণ ঘ) সহজ ব্যাকরণ
উত্তর: খ. গৌড়ীয় ব্যাকরণ
০৩. নিচের কোন বানানটি শুদ্ধ?
ক) মুহুর্ত
খ) মুহূর্ত
গ) মুহূর্ত্ত
ঘ) মূহূর্ত
উত্তর: ঘ. মূহূর্ত
০৪. কোন প্রকারের শব্দকে খাঁটি বাংলা শব্দ বলা হয়?
ক) তৎসম শব্দ
খ) তদ্ভব শব্দ
গ) অর্ধ-তৎসম শব্দ
ঘ) দেশি শব্দ
উত্তর: খ. তদ্ভব শব্দ
০৫. কোন শব্দটির পুরুষবাচক রূপ নেই?
ক) নারী
খ) কুলটা
গ) জেলেনা
ঘ) খানম
উত্তর: খ. কুলটা
০৬. নিচের কোন পদটি বিশেষ্য নয়?
ক) স্বয়ং
খ) গীতাঞ্জলি
গ) হিমালয়
ঘ) বাংলাদেশ
উত্তর: ক. স্বয়ং
০৭. কবি আল মাহমুদ রচিত কাব্যগ্রন্থ কোনটি?
ক) সোনালী কাবিন
খ) সোনার তরী
গ) সোনার কেল্লা
ঘ) সোনালী সময়া
উত্তর: ক. সোনালী কাবিন
০৮. নিচের কোনটি মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস?
ক) পথের পাঁচালী
খ) বিষাদসিন্ধু
গ) জোহনা ও জননীর গল্প
ঘ) তিতাস একটি নদীর নাম
উত্তর: গ. জোহনা ও জননীর গল্প
০৯. 'কবর' কবিতা ও 'কবর' নাটকের রচয়িতা যথাক্রমে-
ক) কাজী নজরুল ইসলাম ও শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
খ) রবীন্দ্রনাথ ঠাকুর ও দ্বিজেন্দ্রলাল রায়
গ) শামসুর রাহমান ও জহির রায়হান
ঘ) জসীমউদ্দীন ও মুনীর চৌধুরী
উত্তর: ঘ. জসীমউদ্দীন ও মুনীর চৌধুরী
১০. 'পৃথিবী' শব্দের সমার্থক নয় কোনটি?
ক) গগন
খ) ধরণী
গ) ধরণী
ঘ) বসুন্ধরা
উত্তর: ক. গগন
১১. 'ঘাতক' শব্দের বিপরীত শব্দ কোনটি?
ক) চাতক
খ) মহাজন
গ) পাঠক
ঘ) ঘাতক
উত্তর: খ. মহাজন
১২. নিচের কোনটি সরল বাক্যের উদাহরণ?
ক) তার বয়স বাড়লেও বুদ্ধি বাড়েনি।
খ) যদিও তার বয়স বেড়েছে, কিন্তু বুদ্ধি বাড়েনি।
গ) তার বয়স বেড়েছে, কিন্তু বুদ্ধি বাড়েনি।
ঘ) বয়স বাড়লে কী হবে, তার তো বুদ্ধি বাড়েনি।
উত্তর: ক. তার বয়স বাড়লেও বুদ্ধি বাড়েনি।
১৩. ষড়ঋতু' শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি?
ক) ষট্+ঋতু
গ) ষড়+ ঋতু
খ) ষট+ঋতু
ঘ) ষড়+ঋতু
উত্তর: ক. ষট্+ঋতু
১৪. বক্তৃতা ও সংলাপের জন্য কোনটি বেশী উপযোগী?
ক) চলিত ভাষা
খ) সাধু ভাষা
গ) কথ্য ভাষা
ঘ) আঞ্চলিক ভাষা
উত্তর: ক. চলিত ভাষা
১৫. 'জ্ঞ' যুক্তবর্ণটি কিভাবে গঠিত?
ক) ঞ্ +জ
খ) জ্+ঙ
গ) জ্+ঞ
ঘ) ঙ্+ঞ
উত্তর: গ. জ্+ঞ
১৬. 'ডাক্তার ডাক' বাক্যে 'ডাক্তার' শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
ক) কর্মকারকে শূন্য
খ) কর্তৃকারকে শূন্য
গ) করণকারকে শূন্য
ঘ) কর্মকারকে ৭মী
উত্তর: ক. কর্মকারকে শূন্য
১৭. নিচের কোনটি দ্বন্দ্ব সমাসের উদাহরণ?
ক) সিংহাসন
খ) চৌরাস্তা
গ) ভাইবোন
ঘ) উপজেলা
উত্তর: গ. ভাইবোন
১৮. কোন কবি বাংলায় অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তন করেন?
ক) মাইকেল মধুসূদন দত্ত
খ) সত্যেন্দ্রনাথ দত্ত
গ) জীবনানন্দ দাশ
ঘ) সুকান্ত ভট্টাচার্য
উত্তর: ক. মাইকেল মধুসূদন দত্ত
১৯. যিনি বক্তৃতা দানে পটু, তাকে এক কথায় কী বলে?
ক) বাচাল
খ) অনর্গলভাষী
গ) বাকপটু
ঘ) বাগ্মী
উত্তর: ঘ. বাগ্মী
২০. ‘পঙ্কজ’ ও ‘আমিনা’ কোন গল্পের চরিত্র?
ক) কপালকুণ্ডলা
খ) পদ্ম জানা নেই
গ) মহেশ
ঘ) বিরিঞ্চিবাবা
উত্তর:
নোট: যদি প্রশ্ন 'গফুর’ ও ‘আমিনা’ কোন গল্পের চরিত্র? তাহলে উত্তর হবে মহেশ গল্পের চরিত্র।
২১. নিচের কোন শব্দটি ফারসি থেকে বাংলা ভাষায় এসেছে?
ক) আল্লাহ
খ) আনারস
গ) রোজা
ঘ) পেয়েরা
উত্তর: গ. রোজা
২২. ‘কপোত’ শব্দের সঠিক অর্থ কোনটি?
ক) প্রেমিক
খ) কবুতর
গ) গাল
ঘ) রাজহাঁস
উত্তর: খ. কবুতর
২৩. নিচের কোন বাগধারাটি ভিন্ন অর্থ বহন করে?
ক) সুখের পায়রা
খ) দুধের মাছি
গ) অমাবস্যার চাঁদ
ঘ) বসন্তের কোকিল
উত্তর: গ. অমাবস্যার চাঁদ
২৪. ‘শেষের কবিতা’ রবীন্দ্রনাথ ঠাকুর রচিত একটি-
ক) কবিতা
খ) ছোটগল্প
গ) উপন্যাস
ঘ) নাটক
উত্তর: গ. উপন্যাস
২৫. কোন শব্দটিতে বিদেশি উপসর্গ ব্যবহৃত হয়েছে?
ক) হেডমাস্টার
খ) পরাজয়
গ) পরিশোধ
ঘ) ইতিহাস
উত্তর: ক. হেডমাস্টার
স্বাস্থ্য সহকারী mcq প্রশ্ন সমাধান
২৬. Dhaka is becoming one of the ______ cities in Asia.
ক. more busiest
খ. most busiest
গ. busiest
ঘ. busy
উত্তর: গ. busiest
২৭. Identify the correct sentence-
ক. He had come yesterday
খ. He did come home yesterday
গ. He came home yesterday
ঘ. He has come home yesterday
উত্তর: গ. He came home yesterday
২৮. One should take care of ______ health.
ক. one's
খ. his
গ. her
ঘ. everybody's
উত্তর: ক. one's
২৯. Which is the plural form of 'Mouse'?
ক. Mouses
খ. Mice
গ. Mouse
ঘ. Mices
উত্তর: খ. Mice
৩০. How beautiful the flower is! This is an-
ক. Assertice sentence
খ. Exclamatory sentence
গ. Optative sentence
ঘ. Negative sentence
উত্তর: খ
৩১. He is ______ university student.
ক. a
খ. in
গ. an
ঘ. the
উত্তর: ক. a
৩২. Good is to Bad as White is to-
ক. Black
খ. Dark
গ. Light
ঘ. Color
উত্তর: ক. Black
৩৩. He divided the money ______ the two children.
ক. among
খ. between
গ. in between
ঘ. over
উত্তর: খ. between
৩৪. Which one is in masculine gender?
ক. Cow
খ. Bitch
গ. Nun
ঘ. Ox
উত্তর: ঘ. Ox
৩৫. Which one is in singular number?
ক. Phenomena
খ. Criterion
গ. Oases
ঘ. Ultimata
উত্তর: খ. Criterion
৩৬. Who did this? (Make the sentence Passive)
ক. By whom was this done?
খ. Who has done this?
গ. By whom this has been done?
ঘ. Whom did this?
উত্তর: ক. By whom was this done?
৩৭. The gate was opened by the peon? (Make the sentence Active)
ক. The peon opened the gate.
খ. The peon had opened the gate.
গ. The peon has opened the gate.
ঘ. The peon opens the gate.
উত্তর: ক. The peon opened the gate.
৩৮. Do not laugh at the poor. -কোন ধরনের Sentence?
ক. Interrogative
খ. Imperative
গ. Assertive
ঘ. Negative
উত্তর: খ. Imperative
৩৯. Which one is correct?
ক. Phycology
খ. Psychology
গ. Sycology
ঘ. Cycology
উত্তর: খ. Psychology
৪০. Act এর Past form কী?
ক. Exact
খ. Acted
গ. Action
ঘ. Enacted
উত্তর: খ. Acted
৪১. Choose the correctly spelt word?
ক. annut
খ. annual
গ. annual
ঘ. anuall
উত্তর: খ, গ. annual
৪২. The hen has _____ ten eggs.
ক. laid
খ. lied
গ. lais
ঘ. given
উত্তর: ক. laid
৪৩. ‘ডাক্তার আসার পূর্বে রোগী মারা গেল’ -এর অনুবাদ কোনটি?
ক. The patient had died the doctor had come.
খ. The patient was dying when the doctor was coming.
গ. The patient had died before the doctor came.
ঘ. The patient died before the doctor had come.
উত্তর: গ. The patient had died before the doctor came.
৪৪. ‘Maiden Speech’ means-
ক. First Speech
খ. Last Speech
গ. Late Speech
ঘ. Early Speech
উত্তর: ক. First Speech
৪৫. Which is the passive form of this sentence? ‘He is going to open a shop’-
ক. He is being gone to open a shop.
খ. A shop is being gone to be opened by him.
গ. A shop will opened by him.
ঘ. A shop is going to be opened by him.
উত্তর: ঘ. A shop is going to be opened by him.
৪৬. He said to me ‘Regular Exercise is good for health’.
ক. He told me that regular exercise is good for health.
খ. He told me that regular exercise is to be good for health.
গ. He told me that regular exercise was good for health.
ঘ. He told me that regular exercise is best for health.
উত্তর: He told me that regular exercise is good for health.
৪৭. He said to me, ‘May Allah bless you.
ক. He wished that Allah might bless him.
খ. He wished to me that Allah might bless him.
গ. He wished that Allah might bless me.
ঘ. He prayed that Allah might bless him.
উত্তর: ক. He wished that Allah might bless him.
৪৮. Which one is correct?
ক. Never tell lie
খ. Never tell a lie
গ. Never tell on lie
ঘ. Never tell out lie
উত্তর: Never tell a lie
৪৯. Nobody believes a liar. (Interrogative)
ক. Everybody believes a liar?
খ. Nobody disbelieves a liar?
গ. All believe a liar?
ঘ. Who believes a liar?
উত্তর: ঘ. Who believes a liar?
৫০. Which one is correct?
ক. Seckritariate
খ. Sacretariate
গ. Secretariat
ঘ. Sactreleriate
উত্তর: গ. Secretariat
৫১. একটি বাঁশের 1/4 অংশ কাদায় ও 1/3 অংশ পানিতে আছে। যদি পানির উপর বাঁশটির দৈর্ঘ্য 5 মিটার হয়, তাহলে সম্পূর্ণ বাঁশটির দৈর্ঘ্য কত?
ক. ১২ মিটার
খ. ২১ মিটার
গ. ১৫ মিটার
ঘ. ২৩ মিটার
উত্তর: ক. ১২ মিটার
৫২. আরিফ সাহেব মাসিক বেতন থেকে প্রেসিডেন্ট ফান্ডের জন্য শতকরা ১০ ভাগ কর্তনের পর ২৭০০ টাকা পান। তার মাসিক বেতন কত?
ক. ২৯৭০ টাকা
খ. ৩০৭০ টাকা
গ. ৩৩৭০ টাকা
ঘ. ৩০০০ টাকা
উত্তর: ঘ. ৩০০০ টাকা
৫৩. একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ; এর ক্ষেত্রফল 282 বর্গমিটার হলে, পরিসীমা কত মিটার?
ক. ৪৪ মিটার
খ. ৫৫ মিটার
গ. ৬৬ মিটার
ঘ. ৭৭ মিটার
উত্তর: গ. ৬৬ মিটার
৫৪. একটি কোণের 4 গুণ 160° । কোণটির সম্পূরক কোণ কত?
ক. 110°
খ. 120°
গ. 130°
ঘ. 140°
উত্তর: ঘ. 140°
৫৫. পিতা, মাতা ও কন্যার বয়সের গড় ৩০ বছর। মাতা ও কন্যার গড় বয়স ২৫ বছর। পিতার বয়স কত?
ক. ৩০ বছর
খ. ৪০ বছর
গ. ৫০ বছর
ঘ. ৩৫ বছর
উত্তর: খ. ৪০ বছর
৫৬. একটি ট্রেন ঘণ্টায় ৬০ কিলোমিটার বেগে চলে। ১০০ মিটার দূরত্ব যেতে ট্রেনটির কত সময় লাগবে?
ক. ১০ সেকেন্ড
খ. ৬ সেকেন্ড
গ. ২০ সেকেন্ড
ঘ. ২৫ সেকেন্ড
উত্তর: খ. ৬ সেকেন্ড
৫৭. তিনটি পেন্সিল ও পাঁচটি কলমের দাম একত্রে ৫৫ টাকা। ৩০ টাকায় ৬টি পেন্সিল পাওয়া গেলে ২টা কলমের দাম কত?
ক. ১৬ টাকা
খ. ২০ টাকা
গ. ১২ টাকা
ঘ. ১৮ টাকা
উত্তর: ক. ১৬ টাকা
৫৮. ২৫ থেকে ৫০ পর্যন্ত সংখ্যার মধ্যে মৌলিক সংখ্যা কতটি?
ক. ৪
খ. ৫
গ. ৬
ঘ. ৭
উত্তর: গ. ৬
৫৯. ৩, ৯, ২৭, ৮১, _____ ধারার পরবর্তী সংখ্যাটি কত হবে?
ক. ২৪৭
খ. ২৪৫
গ. ২৪১
ঘ. ২৪৩
উত্তর: ঘ. ২৪৩
৬০. -১ থেকে কত বিয়োগ করলে বিয়োগফল ০ হবে?
ক. +1
খ. -1
গ. 0
ঘ. কোনোটিই নয়
উত্তর: খ. -1
৬১. কোনো একটি টিকা কেন্দ্রে ৩০ জন টিকা গ্রহণকারী অনুপস্থিত ছিল। অনুপস্থিতির হার ৩% হলে, কতজনের টাকা গ্রহণ করার কথা ছিল?
ক. ২০০০
খ. ১০০০
গ. ৫০০
ঘ. ১৫০০
উত্তর: খ. ১০০০ জন
৬২. একজন মাছ বিক্রেতা এক হালি ১৬০০ টাকায় কিনে প্রতিটা মাছ ৩৫০ টাকায় বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে?
ক. ৬.৮% ক্ষতি
খ. ৪.৫% লাভ
গ. ১২.৫% ক্ষতি
ঘ. ৭.৬% লাভ
উত্তর: গ. ১২.৫% ক্ষতি
৬৩. বৃত্তের দৈর্ঘ্যকে কি বলে?
ক. জ্যা
খ. চাপ
গ. পরিধি
ঘ. ব্যাসার্ধ
উত্তর: গ. পরিধি
৬৪. x + 5y = 24 এবং x = 3y হলে, y এর মান কত?
ক. 3
খ. 7
গ. 4
ঘ. 9.5
উত্তর: ক. 3
৬৫. ১ থেকে ২০ পর্যন্ত রাশিগুলোর যোগফল কত?
ক. ২৪০
খ. ২২০
গ. ২১০
ঘ. ১৯০
উত্তর: গ. ২১৯
৬৬. বিশ্বের প্রথম কার্বন প্রত্যয়নভুক্ত দেশ কোনটি?
ক. জাপান
খ. বাংলাদেশ
গ. ফিনল্যান্ড
ঘ. ভুটান
উত্তর: ঘ. ভুটান
৬৭. মানুষের শরীরে মোট কয়টি ক্রোমোজোম থাকে?
ক. ৬০ জোড়া
খ. ২১ জোড়া
গ. ২৩ জোড়া
ঘ. ২০ জোড়া
উত্তর: গ. ২৩ জোড়া
৬৮. জীবন রক্ষাকারী ঔষধ পেনিসিলিনের আবিষ্কারক কে?
ক. রবার্ট হুক
খ. ডেল্টন
গ. আলেকজান্ডার ফ্লেমিং
ঘ. নিউটন
উত্তর: গ. আলেকজান্ডার ফ্লেমিং
৬৯. ডেঙ্গু রোগের মোট কয়টি সাবটাইপ হয়ে থাকে?
ক. ১টি
খ. ২টি
গ. ৩টি
ঘ. ৪টি
উত্তর: ঘ. ৪টি
৭০. আয়োডিনের অভাবে কী রোগ হয়?
ক. রাতকানা
খ. রিকেটস
গ. গলগন্ড
ঘ. থ্যালাসেমিয়া
উত্তর: গ. গলগন্ড
৭১. ১৫-৪৫ বয়সী নারীদের প্রদত্ত টিকার নাম কী?
ক. পোলিও
খ. MR
গ. TD
ঘ. BCG
উত্তর: খ. MR
৭২. কোন ভিটামিন রক্ত জমাট বাঁধতে সাহায্য করে?
ক. ভিটামিন ই
খ. ভিটামিন এ
গ. ভিটামিন সি
ঘ. ভিটামিন বি
ব্যাখ্যা: ভিটামিন কে রক্ত জমাট বাঁধতে সাহায্য করে।
৭৩. হৃদরোগের চিকিৎসককে কী বলা হয়?
ক. Nephrologist
খ. Urologist
গ. Neurologist
ঘ. Cardiologist
উত্তর: ঘ. Cardiologist
৭৪. বিশ্ব স্বাস্থ্য দিবস কত তারিখে উদযাপন করা হয়?
ক. ২৪ এপ্রিল
খ. ০৭ এপ্রিল
গ. ১২ ডিসেম্বর
ঘ. ২৮শে সেপ্টেম্বর
উত্তর: ০৭ এপ্রিল
৭৫. কোনটি পানিবাহিত রোগ?
ক. ম্যালেরিয়া
খ. যক্ষ্মা
গ. হেপাটাইটিস-এ
ঘ. সবগুলো
উত্তর: গ. হেপাটাইটিস-এ
৭৬. কোন জলপ্রণালী ভূমধ্যসাগরকে আটলান্টিক মহাসাগরের সঙ্গে সংযুক্ত করেছে?
ক. পক প্রণালী
খ. মালাক্কা প্রণালী
গ. জিব্রাল্টার প্রণালী
ঘ. বসফরাস প্রণালী
উত্তর: গ. জিব্রাল্টার প্রণালী
৭৭. লাউয়াছড়া জাতীয় উদ্যান কোন জেলায় অবস্থিত?
ক. খাগড়াছড়ি
খ. সিলেট
গ. মৌলভীবাজার
ঘ. হবিগঞ্জ
উত্তর: গ. মৌলভীবাজার
৭৮. মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে ছিলেন?
ক. সম্রাট আকবর
খ. সম্রাট সুলেমান
গ. সম্রাট হুমায়ুন
ঘ. সম্রাট বাবর
উত্তর: ঘ. সম্রাট বাবর
৭৯. মুক্তিযুদ্ধের সময় ফেনী শহর কোন সেক্টরের অন্তর্ভুক্ত ছিল?
ক. ২
খ. ৩
গ. ৪
ঘ. ৬
উত্তর: ক. ২
৮০. উঁচু পর্বতারোহণে কিসের সমস্যায় পড়তে হয়?
ক. অক্সিজেনের আধিক্য
খ. Acclimatization
গ. বায়ুর চাপ
ঘ. সবগুলো
উত্তর: গ. বায়ুর চাপ