পলিটেকনিকে ভর্তি হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন এবারে পলিটেকনিকে ভর্তির জন্য দিতে হবে ভর্তি পরীক্ষা। ভর্তির পূর্বে পলিটেকনিক ভর্তি পরীক্ষার সিলেবাস ও বিগত পরীক্ষার প্রশ্ন সম্পর্কে আপনার পূর্ণ ধারণা থাকতে হবে। ২০১৬ সালে ভর্তি পরীক্ষার পদ্ধতি বাতিল করে জিপিএ অনুযায়ী শিক্ষার্থী ভর্তির নিয়ম চালু করে। তবে এবার ২০২৫-২৬ সেশন থেকেই ভর্তি পরীক্ষা পদ্ধতি পুনরায় চালু হবে।
নতুন নিয়মে ভর্তি পরীক্ষা হবে এমসিকিউ পদ্ধতিতে ৭০ মার্কের এমসিকিউ থাকবে। এবং ৩০ নম্বর নির্ধারিত হবে পূর্বের একাডেমিক ফলাফলের উপর ভিত্তি করে। মোট ১০০ মার্কের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
ডিপ্লোমা ভর্তি পরীক্ষার সিলেবাস
ডিপ্লোমা বা পলিটেকনিকে ভর্তির পরীক্ষার জন্য কারিগরি শিক্ষা বোর্ড সম্ভাব্য সিলেবাস প্রণয়ন করেছে। ৭০ মার্কের এমসিকিউ পরীক্ষার নিচের বিষয়গুলো থেকে প্রশ্ন থাকবে।
বাংলা — ১০
গণিত — ২০
ইংরেজি — ১০
বিজ্ঞান — ২০
বুদ্ধিমত্তা পরীক্ষা — ১০
আরও পড়ুন: সার্ভেয়িং সম্পর্কিত mcq
পলিটেকনিক ভর্তি পরীক্ষা বিষয়ভিত্তিক সাজেশন
উপরে উল্লেখিত বিষয় ও নাম্বার বন্টন থেকে আপনাদের জন্য বিষয়ভিত্তিক একটি সাজেশন শেয়ার করবো। বিষয়ভিত্তিক এ সাজেশন আপনি নিচের ছবিতে দেখতে পাবেন।
বিগত সালের পলিটেকনিক ভর্তি পরীক্ষার প্রশ্ন ও সমাধান
গত ২০১৬ সালের পর থেকে পলিটেকনিকে ভর্তি পরীক্ষা হয় নাই। এবার ২৫-২৬ সেশনে ভর্তি পরীক্ষা হবে। ভর্তি পরীক্ষার ভালো প্রস্তুতির জন্য বিগত সালের প্রশ্নগুলো দেখে সে ধারণা নিয়ে পরীক্ষার সহজে সাফল্য অর্জন করুন।
বিগত সালের পলিটেকনিক ভর্তি পরীক্ষার প্রশ্ন সমাধান
১। "নিশাত রাতে বাজছে বাঁশি" - নিশাত কোন পদ?
(ক) বিশেষ্য (খ) বিশেষণ
(গ) অব্যয় (ঘ) সর্বনাম
উত্তর: (খ)
২। কবি আহসান হাবীব এর জন্মস্থান কোনটি?
(ক) দিনাজপুর জেলা (খ) ফরিদপুর জেলা
(গ) পিরোজপুর জেলা (ঘ) শরিয়তপুর জেলা
উত্তর: (গ)
৩। 'মুক্ত' শব্দের সঠিক প্রকৃতি ও প্রত্যয় কোনটি?
(ক) মুচ + ত (খ) মুক + ত
(গ) মুচ্ + ক্ত (ঘ) মুছ + ত্য
উত্তর: (গ)
৪। যে গাছে ফুল ধরে কিন্তু ফুল ধরে না তাকে এক কথায় কী বলে?
(ক) পরগাছা (খ) আগাছা
(গ) করপচারা (ঘ) বনস্পতি
উত্তর: (ঘ)
৫। 'হরতাল' কার রচিত গ্রন্থ?
(ক) কাজী নজরুল ইসলাম (খ) রবীন্দ্রনাথ ঠাকুর
(গ) সুকান্ত ভট্টাচার্য (ঘ) জীবনানন্দ দাস
উত্তর: (গ)
৬। ভাষার মূল উপকরণ কী?
(ক) ধ্বনি (খ) বাক্য
(গ) শব্দ (ঘ) বর্ণ
উত্তর: (ক)
৭। "কংস মামা" বাগধারাটির অর্থ কী?
(ক) দয়ালু মামা (খ) দুপুরের মামা
(গ) নির্মম আত্মীয় (ঘ) পুত্রের আত্মীয়
উত্তর: (গ)
৮। You must abide ________ the rules of the collage.
(ক) for (খ) by
(গ) in (ঘ) to
উত্তর: (খ)
৯। He bought ________ X-Ray machine.
(ক) a (খ) an
(গ) the (ঘ) no article
উত্তর: (খ)
১০। "Hurrah! We have won the game." What kind of sentence is this?
(ক) Exclamatory (খ) Optative
(গ) Imperative (ঘ) Affirmative
উত্তর: (ক)
১১। Write the ________ of the poem.
(ক) Sum and substance
(খ) block head
(গ) a white elephant
(ঘ) call in question
উত্তর: (ক)
১২। He comes of a blue blooded family. Here blue blood means.
(ক) Rich (খ) Aristocracy
(গ) Brand (ঘ) Trade mark
উত্তর: (খ)
১৩। Patience is ________ unique virtue.
(ক) a (খ) an
(গ) the (ঘ) x
উত্তর: (ক)
১৪। Fill in the blank with appropriate preposition.
"Harry up, we have to go ________ five minutes".
(ক) in (খ) on
(গ) by (ঘ) for
উত্তর: (ক)
১৫। p + q = 8 এবং pq = 4 হলে p2 + q2 এর মান কত হবে?
(ক) 40 (খ) 80
(গ) 60 (ঘ) 10
উত্তর: (ক)
১৬। 7 p2- p - 8 এর সঠিক উৎপাদকে বিশ্লেষণ নিচে কোনটি?
(ক) (p+1)(7p+8) (খ) (p+1)(7p-8)
(গ) (p+1)(8p-7) (ঘ) (p+1)(8+7)
উত্তর: (খ)
১৭। দুটি সংখ্যার অনুপাত 5 : 6 এবং তাদের গ. সা. গু 4 হলে, সংখ্যা দুইটি ল. সা. গু কত?
(ক) 140 (খ) 120
(গ) 150 (ঘ) 130
উত্তর: (খ)
১৮। নিচের কোনটি অমূলদ সংখ্যা?
(ক) (খ) √2
(গ) √7 (ঘ) সবগুলো
উত্তর: (ঘ)
১৯। 18 এর উৎপাদকের সেট কোনটি?
(ক) {1, 2, 3, 4} (খ) {1, 2, 3, 6, 8}
(গ) {2, 4, 6, 8} (ঘ) {1, 2, 3, 6, 9}
উত্তর: (ঘ)
২০। log x = -2 হলে x এর মান -
(ক) 0.2 (খ) 0.1
(গ) 0.01 (ঘ) 0.02
উত্তর: (গ)
২১। x = 2 - 3 হলে x + 1x এর মান কত?
(ক) 4 (খ) 2√3
(গ) 4√3 (ঘ) √3
উত্তর: (ক)
২২। 18 মিটার লম্বা একটি মই ভূমির সাথে 45° কোণ করে একটি দালানের ছাদ স্পর্শ করে। দালানের উচ্চতা কত মিটার?
(ক) 12.7 (খ) 11.8
(গ) 21.4 (ঘ) 9.8
উত্তর: (ক)
২৩। x = 2x - 20 হলে, x এর কোন মানের জন্য x = 0 হবে?
(ক) 20 (খ) 15
(গ) 10 (ঘ) 5
উত্তর: (গ)
২৪। x টাকার x% হার সরল মুনাফায় 4 বছরের মুনাফা x টাকা হলে, x এর মান কত?
(ক) 23 (খ) 24
(গ) 25 (ঘ) 26
উত্তর: (গ)
২৫। একটি বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য এবং পরিসীমার অনুপাত কত?
(ক) 1 : 2 (খ) 1 : √2
(গ) 1 : 4 (ঘ) 1 : 22
উত্তর: (ঘ)
২৬। নিচের কোন তিনটি বাহু দ্বারা ত্রিভুজ আঁকা সম্ভব?
(ক) 1, 2, 4 (খ) 2, 3, 5
(গ) 2, 4, 5 (ঘ) 2, 5, 9
উত্তর: (গ)
২৭। x+y = 2, x2+y2= 4 হলে x3+y3 এর মান কত?
(ক) 6 (খ) 7
(গ) 5 (ঘ) 8
উত্তর: (খ) 7
২৮। দুই অঙ্ক বিশিষ্ট কোন সংখ্যায় অঙ্কদ্বয়ের সমষ্টি 15 এবং এদের গুণফল 56, সংখ্যাটি কত?
(ক) 78 বা 87 (খ) 68 বা 86
(গ) 47 বা 74 (ঘ) 84 বা 48
উত্তর: (ক) 78 বা 87
২৯। সমবাহু ত্রিভুজের পরিসীমা 6 সেমি হলে, তার ক্ষেত্রফল কত বর্গ সেমি?
(ক) √3 (খ) 934
(গ) 334 (ঘ) 2√3
উত্তর: (ক) √3
৩০। কোন ভিটামিনটি পানিতে দ্রবণীয়?
(ক) এ (খ) কে
(গ) ডি (ঘ) সি
উত্তর: (ঘ) সি
৩১। আমিষের মৌলিক উপাদান কোন চারটি?
(ক) C, H, O, N (খ) C, H, S, N
(গ) C, H, S, P (ঘ) C, H, P, N
উত্তর: (ক) C, H, O, N
৩২। 12 কেজি ভরের কোন বস্তুর ওজন চাঁদে কত হবে?
(ক) 196 নিউটন (খ) 198 নিউটন
(গ) 19.6 নিউটন (ঘ) 19.8 নিউটন
উত্তর: (গ) 19.6 নিউটন
৩৩। বাংলাদেশের জাতীয় মাছের বৈজ্ঞানিক নাম কী?
(ক) Tenualosa ilisha (খ) Labeo rohita
(গ) Catla Catla (ঘ) Asterias rubens
উত্তর: (ক) Tenualosa ilisha
৩৪। রোগ নির্ণয়ে ও নিরাময়ে নিচের কোনটি ব্যবহার করা হয়?
(ক) ইলেকট্রন (খ) প্রোটন
(গ) নিউট্রন (ঘ) আইসোটোপ
উত্তর: (ঘ) আইসোটোপ
৩৫। কোন বস্তুর ভর 30 কিলোগ্রাম হলে বস্তুটির ওজন কত?
(ক) 30 নিউটন (খ) 30 কেজি
(গ) 294 নিউটন (ঘ) 29 নিউটন
উত্তর: (গ) 294 নিউটন
৩৬। লেবুতে কোন অ্যাসিড থাকে?
(ক) সাইট্রিক অ্যাসিড (খ) টার্টারিক অ্যাসিড
(গ) ল্যাকটিক অ্যাসিড (ঘ) ম্যালিক অ্যাসিড
উত্তর: (ক) সাইট্রিক অ্যাসিড
৩৭। কোন পদার্থটি পানির অস্থায়ী ক্ষরতার কারণ?
(ক) CaSO4 (খ) MgSO4
(গ) Ca(HCO3)2 (ঘ) MgCl2
উত্তর: (গ)
৩৮। ক্ষার ও এসিড এর বিক্রিয়ায় উৎপন্ন হয় -
(ক) লবণ ও ক্ষার (খ) এসিড ও পানি
(গ) লবণ ও পানি (ঘ) ক্ষার ও ক্ষারক
উত্তর: (গ)
৩৯। রক্ত জমাট বাঁধতে সাহায্য করে নিচের কোনটি?
(ক) লোহিত কণিকা (খ) অনুচক্রিকা
(গ) শ্বেত কণিকা (ঘ) রক্ত রস
উত্তর: (খ)
৪০। আলোর অভাবে অঙ্কুরোদগম হয় না কোনটি?
(ক) তামাকের (খ) ইক্ষুর
(গ) ধানের (ঘ) বিলাতি বেগুনের
উত্তর: (ঘ)
৪১। ইন্টারফেরন কোন রোগের প্রতিষেধক হিসেবে ব্যবহৃত হয়?
(ক) পোলিও (খ) যক্ষ্মা
(গ) হেপাটাইটিস (ঘ) বসন্ত
উত্তর: (গ)
৪২। পৃথিবীর প্রায় ৮০ - ৮৫% প্রাণী কোন পর্বের অন্তর্ভুক্ত?
(ক) Arthropoda (খ) Nematoda
(গ) Platyhelminthes (ঘ) Chordata
উত্তর: (ক)
৪৩। কাস্টমস কর্মকর্তাগণ অবৈধ দ্রব্যদি খুঁজে বের করার জন্য নিচের কোন রশ্মির সাহায্যে নেন?
(ক) বেকেরেল রশ্মি (খ) আলফা - রশ্মি
(গ) এক্স রশ্মি (ঘ) গামা রশ্মি
উত্তর: (গ)
৪৪। সাবানের রাসায়নিক সংকেত নিচের কোনটি?
(ক) C17H35COONA
(খ) C18H35COONa
(গ) CuSO45H2O
(ঘ) NaHCO3
উত্তর: (খ)
৪৫। বাংলাদেশের প্রথম মহিলা পাইলট কে?
(ক) রাবেয়া ভূঁইয়া
(খ) রোকেয়া আফজাল খান
(গ) কানিজ ফাতেমা রোকসনা
(ঘ) রানী হামিদ
উত্তর: (গ)
৪৬। কোন দেশের ক্রিকেটারা 'কিউই' নামে পরিচিত?
(ক) জিম্বাবুয়ে (খ) কেনিয়া
(গ) নিউজিল্যান্ড (ঘ) দক্ষিণ আফ্রিকা
উত্তর: (গ)
৪৭। কোন চুক্তিতে পারমানবিক পরীক্ষা বন্ধের কথা বলা হয়েছে?
(ক) NATO (খ) NPT
(গ) CTBT (ঘ) SALT
উত্তর: (গ)
৪৮। উত্তর গোলার্ধে যখন বসন্তকাল দক্ষিণ গোলার্ধে তখন কোন ঋতু?
(ক) শীতকাল (খ) শরৎকাল
(গ) বর্ষাকাল (ঘ) গ্রীষ্মকাল
উত্তর: (খ)
৪৯। 'কালপুরুষ' কী?
(ক) ধূমকেতু (খ) উল্কা
(গ) উপগ্রহ (ঘ) নক্ষত্রমণ্ডল
উত্তর: (ঘ)
৫০। 'বাংলাপিডিয়া' প্রকাশনা প্রতিষ্ঠানের নাম কী?
(ক) বাংলা একাডেমি
(খ) ইউনিভার্সিটি প্রেস লিমিটেড
(গ) বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি
(ঘ) সাহিত্য প্রকাশ
উত্তর: (গ)
এবারের ভর্তি পরীক্ষা বিগত বছরের প্রশ্নের মত হবে ধারনা করা যাচ্ছে।