মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিসেস নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান ২০২৫

মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিসেস নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান গত ২১শে জুন এ নিয়োগ পরীক্ষা হয়। বিভিন্ন পদের মিলিটারি ইঞ্জিনিয়ার পরিক্ষার mcq প্রশ্ন গুলো নির্ভুল সমাধান এখানে পাবেন।


মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিসেস নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান ২০২৫


১. সূর্যের চারদিকে ঘুরতে পৃথিবীর কত সময় লাগে?

ক. ৩৬৫ দিন ১০ ঘন্টা খ. ৩৬৫ দিন ২ ঘন্টা

গ. ৩৬৫ দিন ৬ ঘন্টা ঘ. ৩৬৫ দিন ৪ ঘন্টা

সঠিক উত্তর: গ

ব্যাখ্যা: পৃথিবী সূর্যের চারদিকে একবার ঘুরতে প্রায় ৩৬৫ দিন ৬ ঘণ্টা সময় নেয়, যা এক সৌর বছর হিসেবে পরিচিত।


২. যদি কোন সংখ্যাকে ০.০১ দ্বারা গুণ করা হয়, তবে সংখ্যাটির শতকরা কত পরিবর্তন হবে?

ক. ৯৯% হ্রাস খ. ৯৯% বৃদ্ধি

গ. ১% হ্রাস ঘ. ১% বৃদ্ধি

সঠিক উত্তর: ক

৩. মানিক বন্দ্যোপাধ্যায়ের প্রকৃত নাম কী?

ক. হরিহর বন্দ্যোপাধ্যায় 

খ. নীহাররঞ্জন রায়

গ. সত্যানন্দ বন্দ্যোপাধ্যায়

ঘ. প্রবোধকুমার বন্দ্যোপাধ্যায়

সঠিক উত্তর: ঘ

৪. 'অদিতি' শব্দের সমার্থক শব্দ নয় কোনটি?

ক. পৃথ্বী খ. নীর গ. অবনী ঘ. ক্ষিতি

সঠিক উত্তর: খ

ব্যাখ্যা: 'অদিতি' শব্দের সমার্থক শব্দগুলো হলো পৃথ্বী, অবনী, ক্ষিতি (যা পৃথিবী অর্থে)। 'নীর' শব্দের অর্থ পানি।

আরও পড়ুন: সিভিল সার্জনের কার্যালয় নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান

৫. কাজী নজরুল ইসলামের 'বিদ্রোহী' কবিতাটি প্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয়?

ক. সওগাত গ. সমকাল

খ. বিজলী ঘ. ধূমকেতু

সঠিক উত্তর: খ

৬. Which form is correct? Mount Everest is the ... mountain in the world.

ক. Most tall খ. Tall

গ. Tallest ঘ. Taller

সঠিক উত্তর: গ

৭. Either he or his friends ... done it.

ক. have খ. has গ. is ঘ. are

সঠিক উত্তর: ক

৮. বাংলা ভাষায় মৌলিক স্বরধ্বনি কয়টি?

ক. নয়টি খ. পাঁচটি 

গ. এগারোটি ঘ. সাতটি

সঠিক উত্তর: ঘ

ব্যাখ্যা: বাংলা ভাষায় মৌলিক স্বরধ্বনি ৭টি যথা: অ, আ, ই, উ, এ, ও, অ্যা।


৯. খাঁটি বাংলা শব্দ কোনটি?

ক. কান খ. ধর্ম গ. চাবি ঘ. নক্ষত্র

সঠিক উত্তর: ক

ব্যাখ্যা: 'কান' খাঁটি বাংলা শব্দ। 'ধর্ম' ও 'নক্ষত্র' তৎসম শব্দ এবং 'চাবি' বিদেশি (পর্তুগিজ ভাষার) শব্দ।


১০. একটি পণ্য ৪৮০ টাকায় বিক্রয় করায় ২০% লাভ হয়েছে। পণ্যটির ক্রয়মূল্য কত?

ক. ১২০ টাকা খ. ৪০০ টাকা

গ. ৪৬০ টাকা ঘ. ১০০ টাকা

সঠিক উত্তর: খ

১১. Which of the following words is plural?

ক. Analysis গ. Criteria

খ. Index ঘ. Crisis

সঠিক উত্তর: গ

১২. Which of the following words is a noun?

ক. Quickly খ. Bright

গ. Happiness ঘ. Jump

সঠিক উত্তর: গ

১৩. 'বিটপী' এর সমার্থক শব্দ কোনটি?

ক. স্বর্গ খ. পুষ্প

গ. পদ্মা ঘ. বৃক্ষ

সঠিক উত্তর: ঘ

১৪. চীনের দুঃখ কাকে বলা হয়?

ক. জিজিয়াং খ. ইয়াংজি

গ. মেকং ঘ. হোয়াংহো

সঠিক উত্তর: ঘ

১৫. একটি আয়তক্ষেত্রের পরিসীমা ৬০ সে.মি. এবং দৈর্ঘ্য ও প্রন্থের অনুপাত ৩:২ হলে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য কত?

ক. ২৪ সে.মি. খ. ৩৬ সে.মি.

গ. ১৮ সে.মি. ঘ. ১২ সে.মি.

সঠিক উত্তর: গ

১৬. 'ইন্দ্রিয়কে জয় করেছেন যিনি'- এক কথায় প্রকাশ কোনটি?

ক. জিতেন্দ্রিয় গ. জীবনমৃত

খ. কৃতদার ঘ. ইন্দ্রজিৎ

সঠিক উত্তর: ক

১৭. বাংলাদেশের সংবিধানের মূলনীতি কয়টি?

ক. ৪টি খ. ৩টি

গ. ৫টি ঘ. ৬টি

সঠিক উত্তর: ক

১৮. 'হাতের লক্ষ্মীকে পায়ে ঠেলে দিও না'- বাক্যটিতে 'পা' শব্দটি কী অর্থে ব্যবহৃত হয়েছে?

ক. অবজ্ঞা করা খ. নিচে ফেলা

গ. অপমান করা ঘ. চাটুকার

সঠিক উত্তর: ক

১৯. The correct meaning of the word 'deliberate' is:

ক. Familiar খ. Willingly

গ. Intentional ঘ. Known

সঠিক উত্তর: গ

২০. Choose the correct past tense form:

ক. She walks to the school yesterday.

খ. She walk to school yesterday.

গ. She walked to the school yesterday.

ঘ. She walking to school yesterday.

সঠিক উত্তর: গ

২১. Find the synonym of 'happy':

ক. Upset খ. Cheerful

গ. Sad ঘ. Angry

সঠিক উত্তর: খ

২২. বাংলাদেশের লোকশিল্পের জাদুঘর কোথায় অবস্থিত?

ক. নরসিংদী খ. নারায়ণগঞ্জ

গ. সোনারগাঁও ঘ. মানিকগঞ্জ

সঠিক উত্তর: গ

২৩. Which word is an adverb?

ক. beautify খ. beautifully

গ. beauty ঘ. beautiful

সঠিক উত্তর: খ

২৪. পৃথিবীর সবচেয়ে বড় ক্রীড়া প্রতিযোগিতা কোনটি?

ক. এশিয়ান গেমস খ. বিশ্বকাপ ফুটবল

গ. অলিম্পিক ঘ. বিশ্বকাপ ক্রিকেট

সঠিক উত্তর: গ

২৫. Choose the correct word: We ... to school together.

ক. going গ. go খ. gone ঘ. goes

সঠিক উত্তর: গ

২৬. যদি a+b+c=0 হয়, তবে a3+b3+c3 এর মান কত?

ক. abc খ. 3abc       

গ. 0 ঘ.-3abc

সঠিক উত্তর: খ

২৭. p-1/p=8 হলে p2+1/p2=?

ক. 66 খ. 36

গ. 56 ঘ. 46

সঠিক উত্তর: ক

২৮. A funny imitation of a poem:

ক. Dialogue গ. Caricature

খ. Parody ঘ. Sonnet

সঠিক উত্তর: খ

২৯. একটি শ্রেণিতে ৩০ জন ছাত্রের মধ্যে ১৮ জন গণিতে ও ১২ জন বিজ্ঞানে ভালো। উভয় বিষয়ে ভালো ৭ জন। এই শ্রেণিতে কেউই ভালো না এমন ছাত্রের সংখ্যা কত?

ক. ৫ খ. ৭

গ. ১১ ঘ. ১৩

সঠিক উত্তর: খ

৩০. 'একজন এসে খবরটা দিল।'- বাক্যটিতে 'একজন' কোন পদ?

ক. অনুসর্গ গ. বিশেষণ

খ. সর্বনাম ঘ. বিশেষ্য

সঠিক উত্তর: খ

৩১. ১২ জন লোক একটি কাজ ৯ দিনে করতে পারে। একই হারে কাজ করলে ১৮ জনে কাজটি কত দিনে করতে পারবে?

ক. ৩ দিন খ. ৯ দিন

গ. ৬ দিন ঘ. ১২ দিন

সঠিক উত্তর: গ

৩২. Which of the following is an Interrogative sentence?

ক. What is your name?

খ. I am a student.

গ. Close the door.

ঘ. How beautiful!

সঠিক উত্তর: ক

৩৩. বর্তমানে বাংলা ভাষার অবস্থান পৃথিবীর ভাষার মধ্যে কততম?

ক. ৭ম গ. ৫ম খ. ৮ম ঘ. ৯ম

সঠিক উত্তর: খ

৩৪. 'সাদা মেঘে বৃষ্টি হয় না।'- বাক্যটিতে 'মেঘে' কোন কারকে কোন বিভক্তি?

ক. অপাদানে ৭মী খ. করণে ২য়া

গ. অপাদানে ২য়া ঘ. অধিকরণে ৭মী

সঠিক উত্তর: ক

৩৫. একটি সমবৃত্তভূমিক বেলনের ব্যাস ৮ সে.মি. এবং উচ্চতা ৬ সে.মি.। বেলনটির বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল কত হবে?

ক. ৩০৩.২ বর্গ সে.মি. খ. ৩০১.৬ বর্গ সে.মি.

গ. ১৫০.৭ বর্গ সে.মি. ঘ. ৭৫.৪ বর্গ সে.মি.

সঠিক উত্তর: গ

৩৬. 'হর্ষ' শব্দের বিপরীত শব্দ কোনটি?

ক. নিহর্ষ খ. বিষাদ

গ. প্রসাদ ঘ. প্রকর্ষ

সঠিক উত্তর: খ

৩৭. নিচের কোন বিন্দুটি 7x-3y=5 রেখার উপর অবস্থান করছে?

ক. -2, 3 খ. 2, 3

গ. -3, 2 ঘ. 3, 2

সঠিক উত্তর: খ

৩৮. Which of the following sentences is correct?

ক. I, you and he are present.

খ. You, he and I am present.

গ. You, he and I are present.

ঘ. He, you and I am present.

সঠিক উত্তর: গ

৩৯. দুটি সেট A এবং B এর সদস্য সংখ্যা যথাক্রমে 5 এবং 4। সর্বাধিক কতটি সদস্য AUB এর থাকতে পারে?

ক. 9 খ. 1

গ. 10 ঘ. 20

সঠিক উত্তর: ক

৪০. Choose the grammatically correct sentence:

ক. She is enough strong to carry the box.

খ. She is strong to too carry the box.

গ. She is strong enough to carry the box.

ঘ. She is too strong to carry the box.

সঠিক উত্তর: গ

৪১. Which of the following sentences is in passive voice?

ক. The chef cooks a delicious meal.

খ. The chef cooked a delicious meal.

গ. A delicious meal was cooked by the chef.

ঘ. The chef is cooking a delicious meal.

সঠিক উত্তর: গ

৪২. বিশ্বের কোন দেশ বাংলা ভাষাকে দ্বিতীয় ভাষার মর্যাদা দিয়েছে?

ক. লাইবেরিয়া খ. সিয়েরালিওন

গ. কঙ্গো ঘ. সুদান

সঠিক উত্তর: খ

৪৩. যদি কোন বৃত্তের ব্যাসার্ধ দ্বিগুণ করা হয়, তবে ক্ষেত্রফল কতগুণ বৃদ্ধি পাবে?

ক. দ্বিগুণ গ. অপরিবর্তিত থাকবে

খ. চারগুণ ঘ. তিনগুণ

সঠিক উত্তর: খ

৪৪. একটি চৌবাচ্চার দৈর্ঘ্য ৩ মিটার, প্রস্থ ২ মিটার ও উচ্চতা ৪ মিটার হলে চৌবাচ্চার পানি ধারণ ক্ষমতা হবে:

ক. ২৪০০ কে.জি খ. ২৪০০০ কেজি

গ. ২৪০০ ঘন সে.মি. ঘ. ২৪০০ লিটার

সঠিক উত্তর: খ

৪৫. He didn't get ... job he applied for.

ক. a খ. an

গ. the ঘ. None

সঠিক উত্তর: গ

৪৬. কোন বানানটি শুদ্ধ?

ক. পিপীলিকা খ. পিপীলীকা

গ. পীপিলিকা ঘ. পীপিলিকা

সঠিক উত্তর: ক

৪৭. ঘন্টায় ৬০ কি.মি. বেগে একটি গাড়ি ঢাকা থেকে সাভার যায় এবং এর মধ্যবর্তী দূরত্ব ৮০ কি.মি. ৪০০ মিটার। গাড়িটির চাকার পরিধি ৪ মিটার হলে, উক্ত দূরত্ব যেতে চাকাটি কতবার ঘুরবে?

ক. ২০২০০ গ. ২০০০০

খ. ২০৪০০ ঘ. ২০১০০

সঠিক উত্তর: ঘ

৪৮. কোন কবি 'কাবিশেখর' উপাধিতে ভূষিত হয়েছিলেন?

ক. কামিনী রায় গ. কায়কোবাদ

খ. বুদ্ধদেব বসু ঘ. কালিদাস রায়

সঠিক উত্তর: ঘ

৪৯. ২:৩ অনুপাতের পূর্ব রাশির সাথে কত যোগ করলে অনুপাতটি ৫:১ হবে?

ক. ১৫ গ. ১৬

খ. ১৩ ঘ. ১৪

সঠিক উত্তর: খ

৫০. পাড়সহ একটি পুকুরের দৈর্ঘ্য ৮০ মিটার ও প্রস্থ ৫০ মিটার। যদি পুকুরের প্রত্যেক পাড়ের বিস্তার ৪ মিটার হয়, তবে পাড় ব্যতীত পুকুরটির ক্ষেত্রফল কত?

ক. ৩০২৪ বর্গ মিটার খ. ৪০০০ বর্গ মিটার

গ. ২৩২৪ বর্গ মিটার ঘ. ৩২০০ বর্গ মিটার

সঠিক উত্তর: ক

৫১. Which conjunction best fits in the sentence? He was tired, ... he finished his homework.

ক. but খ. or

গ. SO ঘ. and

সঠিক উত্তর: ক

৫২. While I agree ... his proposal this time, I do not often agree ... him.

ক. with, to খ. to, with

গ. with, with ঘ. to, to

সঠিক উত্তর: খ

৫৩. ২য় বিশ্বযুদ্ধ কত সালে সমাপ্ত হয়?

ক. ১৯৪২ সালে গ. ১৯৪৭ সালে

খ. ১৯৩৯ সালে ঘ. ১৯৪৫ সালে

সঠিক উত্তর: ঘ


৫৪. 'শিবরাত্রির সলতে' বাগধারাটির অর্থ কী?

ক. আশার আলো খ. একমাত্র বীর

গ. একমাত্র সন্তান ঘ. অন্ধকারের প্রদীপ

সঠিক উত্তর: গ


৫৫. Choose the correct spelling:

ক. Garden খ. Gardan

গ. Gardon ঘ. Gardin

সঠিক উত্তর: ক


৫৬. বাংলা বর্ণমালায় পূর্ণমাত্রার বর্ণ মোট কয়টি?

ক. ত্রিশটি খ. ছাব্বিশটি

গ. ছয়টি ঘ. বত্রিশটি

সঠিক উত্তর: ঘ


নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান

এছাড়াও অন্য সকল নিয়োগ পরীক্ষার প্রশ্ন ও সমাধান আমাদের এখানে পাবেন।  

Post a Comment (0)
Previous Post Next Post