বাংলা ভাষা ও সাহিত্য থেকে চাকরির পরীক্ষার জন্য কমনো উপযোগী ১০ টি এম সি কিউ নির্ভুল উত্তর সহ দেওয়া হল। এই প্রশ্ন চাকরির পরীক্ষায় বারবার এসে থাকে।
১. ‘সবুজপত্র’ পত্রিকা প্রকাশিত হয়-
ক. ১৯০৯ সালে
খ. ১৯১০ সালে
গ. ১৯১৪ সালে
ঘ. ১৯১১ সালে
সঠিক উত্তর: গ. ১৯১৪ সালে
২. ‘কল্লোল’ পত্রিকার প্রথম সম্পাদকের নাম কী?
ক. বুদ্ধদেব বসু
খ. দীনেশরঞ্জন দাশ
গ. সজনীকান্ত দাস
ঘ. প্রেমেন্দ্র মিত্র
সঠিক উত্তর: খ. দীনেশরঞ্জন দাশ
৩. ‘পূর্বাশা’ পত্রিকার সম্পাদক কে ছিলেন?
ক. কাজী নজরুল ইসলাম
খ. শাহাদৎ হোসেন
গ. সঞ্জয় ভট্টাচার্য
ঘ. সুধীন্দ্রনাথ দত্ত
সঠিক উত্তর: গ. সঞ্জয় ভট্টাচার্য
৪. কাঙাল হরিনাথ সম্পাদিত পত্রিকার নাম-
ক. গ্রামবার্তা প্রকাশিকা
খ. অমৃতবাজার পত্রিকা
গ. রংপুর বার্তাবহ
ঘ. সমাচার দর্পণ
সঠিক উত্তর: ক. গ্রামবার্তা প্রকাশিকা
৫. ‘সমাচার দর্পণ’ পত্রিকার সম্পাদক ছিলেন-
ক. জন ক্লার্ক মার্শম্যান
খ. জর্জ আব্রাহাম গ্রিয়ার্সন
গ. উইলিয়াম কেরি
ঘ. ডেভিড হেয়ার
সঠিক উত্তর: ক. জন ক্লার্ক মার্শম্যান
৬. ‘তত্ত্ববোধিনী’ পত্রিকার সম্পাদক ছিলেন?
ক. ঈশ্বরচন্দ্র গুপ্ত
খ. অক্ষয়কুমার দত্ত
গ. প্যারীচাঁদ মিত্র
ঘ. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
সঠিক উত্তর: খ. অক্ষয়কুমার দত্ত
৭. বাংলা সাহিত্যের অন্যতম বিশিষ্ট পত্রিকা ‘কল্লোল’ কত সালে প্রথম প্রকাশিত হয়?
ক. ১৯২৩ সালে
খ. ১৯২৪ সালে
গ. ১৯২৫ সালে
ঘ. ১৯২৭ সালে
সঠিক উত্তর: ক. ১৯২৩ সালে
৮. বাংলা সাহিত্যে কথ্যরীতির প্রচলনে কোন পত্রিকার অবদান বেশি?
ক. কল্লোল
খ. সবুজপত্র
গ. কালিকলম
ঘ. বঙ্গদর্শন
সঠিক উত্তর: খ. সবুজপত্র
৯. বাংলা ভাষায় প্রথম সাময়িকপত্র কোনটি?
ক. দিকদর্শন
খ. সংবাদ প্রভাকর
গ. তত্ত্ববোধিনী
ঘ. বঙ্গদর্শন
সঠিক উত্তর: ক. দিকদর্শন
১০. সাপ্তাহিক ‘সুধাকর’ এর সম্পাদক কে?
ক. মুন্সি মোহাম্মদ মেহের উল্লা
খ. মুন্সি মোহাম্মদ রিয়াজউদ্দিন আহমদ
গ. শেখ আব্দুর রহিম
ঘ. ইসমাইল হোসেন সিরাজী
সঠিক উত্তর: গ. শেখ আব্দুর রহিম