নির্বাচন কমিশন সচিবালয় নিয়োগ পরীক্ষা ২০২৫ - বাংলা এমসিকিউ প্রশ্ন ও সমাধান

নির্বাচন কমিশন সচিবালয় নিয়োগ পরীক্ষার বাংলা অংশের MCQ প্রশ্নের সঠিক উত্তর, প্রশ্নপত্র বিশ্লেষণ। EC সচিবালয় চাকরির প্রস্তুতির জন্য সম্পূর্ণ গাইড

আজকে ১৫.০৮.২৫ তারিখে বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয় নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। ড্রাইভার এবং পরিচ্ছন্নতা কর্মী পদে নিয়োগ পরীক্ষা হয়। উক্ত পরীক্ষার বাংলা অংশের নির্ভুল প্রশ্ন ও সমাধান দেখে নিন।

নির্বাচন কমিশন সচিবালয় নিয়োগ পরীক্ষার বাংলা অংশের MCQ প্রশ্নের সঠিক উত্তর, প্রশ্নপত্র। EC সচিবালয় চাকরির প্রস্তুতির জন্য সম্পূর্ণ গাইড


১. ধ্বনির প্রতীক-কে কী বলা হয়?

ক. শব্দ

খ. বাক্য

গ. বর্ণ

ঘ. অক্ষর

সঠিক উত্তর: গ. বর্ণ


২. বাংলা ব্যঞ্জনবর্ণ কয়টি?

ক. ৩৬

খ. ৩৫

গ. ৩৯

ঘ. ৩৮

সঠিক উত্তর: গ. ৩৯


৩. বাংলাদেশের জাতীয় কবির নাম কী?

ক. রবীন্দ্রনাথ ঠাকুর

খ. জসীমউদদীন

গ. কাজী নজরুল ইসলাম

ঘ. কামিনী রায়

সঠিক উত্তর: গ. কাজী নজরুল ইসলাম


৪. স্বরসন্ধি কোনটি?

ক. পরীক্ষা

খ. উচ্ছ্বাস

গ. বৃহস্পতি

ঘ. নিরোগ

সঠিক উত্তর: ক. পরীক্ষা


৫. ‘যে নারীর হাসি সুন্দর’ এক কথায়-

ক. সুস্মিতা

খ. সুহাসিনী

গ. সুহাসি

ঘ. শুচিস্মিতা

সঠিক উত্তর: ক. সুস্মিতা


৬. ‘মান’ শব্দের বিপরীত শব্দ কোনটি?

ক. সমান

খ. গৌণ

গ. অমান্য

ঘ. অপমান

সঠিক উত্তর: ঘ. অপমান


৭. ‘ট্রেন ঢাকা ছাড়লো’ বাক্যে ‘ঢাকা’ কোন কারকে শূন্য বিভক্তির উদাহরণ?

ক. কর্মে

খ. করণে

গ. অপাদানে

ঘ. অধিকরণে

সঠিক উত্তর: গ. অপাদানে


৮. ‘দেখিয়া’ শব্দের চলিত রূপ-

ক. দেখে

খ. দেখিলো

গ. দেখিয়াছি

ঘ. দেখাইয়া

সঠিক উত্তর: ক. দেখে


৯. নিচের কোনটি দ্বন্দ্ব সমাসের উদাহরণ?

ক. নয়-ছয়

খ. খাস-জমি

গ. কনকচাঁপা

ঘ. ত্রিফলা

সঠিক উত্তর: ক. নয়-ছয়


১০. ‘গোঁফ খেজুরে’ বাগধারাটি কোন অর্থে ব্যবহার করা হয়েছে?

ক. খুব চৌকশ

খ. নিতান্ত অলস

গ. চাটুকার

ঘ. ভোজন রসিক

সঠিক উত্তর: খ. নিতান্ত অলস


১১. ব্যাকরণের মূল ভিত্তি কী?

ক. কার

খ. ভাষা

গ. ধ্বনি

ঘ. বাক্য

সঠিক উত্তর: খ. ভাষা


১২. বাংলা ভাষায় ব্যবহৃত তৎসম উপসর্গের মোট সংখ্যা কত?

ক. ২২

খ. ২৪

গ. ২০

ঘ. ৩২

সঠিক উত্তর: গ. ২০


১৩. ‘আমি জ্বর জ্বর বোধ করছি’ বাক্যে দ্বিরুক্ত শব্দ দ্বারা কী অর্থ বুঝানো হয়েছে?

ক. আধিক্যতা

খ. সামান্যতা

গ. ধারাবাহিকতা

ঘ. অসমাপ্ততা

সঠিক উত্তর: খ. সামান্যতা


১৪. কোনটি সাধিত শব্দ নয়?

ক. পানসা

খ. ফুলেল

গ. গোলাপ

ঘ. হাতল

সঠিক উত্তর: গ. গোলাপ


১৫. পূরণবাচক শব্দ কোনটি?

ক. একাদশ

খ. পাঁচ

গ. পহেলা

ঘ. সিকি

সঠিক উত্তর: ক. একাদশ


১৬. বাংলা ভাষায় মৌলিক স্বরধ্বনি কয়টি?

ক. ৯

খ. ৫

গ. ১১

ঘ. ৭

সঠিক উত্তর: ঘ. ৭


১৭. ‘পর্বত’ এর সমার্থক শব্দ কোনটি?

ক. গিরি

খ. দড়ি

গ. দরি

ঘ. গুহা

সঠিক উত্তর: ক. গিরি


১৮. খাঁটি বাংলা শব্দ কোনটি?

ক. কান

খ. ধর্ম

গ. চাবি

ঘ. নক্ষত্র

সঠিক উত্তর: ক. কান


১৯. নিচের কোন শব্দটির লিঙ্গান্তর হয় না?

ক. চাকী

খ. সেবিকা

গ. মালী

ঘ. সুন্দর

সঠিক উত্তর: ক. চাকী


২০. কোনটি শুদ্ধ বানান?

ক. সুচীপত্র

খ. সূচিপত্র

গ. সূচীপত্র

ঘ. সুচিপত্র

সঠিক উত্তর: খ. সূচিপত্র


২১. Correct spelling

ক. center

খ. centar

গ. ক ও খ উভয়ই

ঘ. একটিও না

সঠিক উত্তর: ক. center


২২. I went to school কোন tense?

ক. present indefinite

খ. past indefinite

গ. future indefinite

ঘ. noun

সঠিক উত্তর: খ. past indefinite


২৩. I live ... sylhet.

ক. in

খ. at

গ. to

ঘ. with

সঠিক উত্তর: ক. in


২৪. নিচের কোন বাক্যটি সঠিক?

ক. He go to school

খ. He go school

গ. He goes to school

ঘ. He do not go to school

সঠিক উত্তর: গ. He goes to school


২৫. ‘At last’ এর অর্থ কী?

ক. শেষের জন

খ. শেষের আগের জন

গ. অবশেষে

ঘ. কোনটিই নয়

সঠিক উত্তর: গ. অবশেষে

Post a Comment