আজকে ১৫.০৮.২৫ তারিখে বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয় নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। ড্রাইভার এবং পরিচ্ছন্নতা কর্মী পদে নিয়োগ পরীক্ষা হয়। উক্ত পরীক্ষার বাংলা অংশের নির্ভুল প্রশ্ন ও সমাধান দেখে নিন।
১. ধ্বনির প্রতীক-কে কী বলা হয়?
ক. শব্দ
খ. বাক্য
গ. বর্ণ
ঘ. অক্ষর
সঠিক উত্তর: গ. বর্ণ
২. বাংলা ব্যঞ্জনবর্ণ কয়টি?
ক. ৩৬
খ. ৩৫
গ. ৩৯
ঘ. ৩৮
সঠিক উত্তর: গ. ৩৯
৩. বাংলাদেশের জাতীয় কবির নাম কী?
ক. রবীন্দ্রনাথ ঠাকুর
খ. জসীমউদদীন
গ. কাজী নজরুল ইসলাম
ঘ. কামিনী রায়
সঠিক উত্তর: গ. কাজী নজরুল ইসলাম
৪. স্বরসন্ধি কোনটি?
ক. পরীক্ষা
খ. উচ্ছ্বাস
গ. বৃহস্পতি
ঘ. নিরোগ
সঠিক উত্তর: ক. পরীক্ষা
৫. ‘যে নারীর হাসি সুন্দর’ এক কথায়-
ক. সুস্মিতা
খ. সুহাসিনী
গ. সুহাসি
ঘ. শুচিস্মিতা
সঠিক উত্তর: ক. সুস্মিতা
৬. ‘মান’ শব্দের বিপরীত শব্দ কোনটি?
ক. সমান
খ. গৌণ
গ. অমান্য
ঘ. অপমান
সঠিক উত্তর: ঘ. অপমান
৭. ‘ট্রেন ঢাকা ছাড়লো’ বাক্যে ‘ঢাকা’ কোন কারকে শূন্য বিভক্তির উদাহরণ?
ক. কর্মে
খ. করণে
গ. অপাদানে
ঘ. অধিকরণে
সঠিক উত্তর: গ. অপাদানে
৮. ‘দেখিয়া’ শব্দের চলিত রূপ-
ক. দেখে
খ. দেখিলো
গ. দেখিয়াছি
ঘ. দেখাইয়া
সঠিক উত্তর: ক. দেখে
৯. নিচের কোনটি দ্বন্দ্ব সমাসের উদাহরণ?
ক. নয়-ছয়
খ. খাস-জমি
গ. কনকচাঁপা
ঘ. ত্রিফলা
সঠিক উত্তর: ক. নয়-ছয়
১০. ‘গোঁফ খেজুরে’ বাগধারাটি কোন অর্থে ব্যবহার করা হয়েছে?
ক. খুব চৌকশ
খ. নিতান্ত অলস
গ. চাটুকার
ঘ. ভোজন রসিক
সঠিক উত্তর: খ. নিতান্ত অলস
১১. ব্যাকরণের মূল ভিত্তি কী?
ক. কার
খ. ভাষা
গ. ধ্বনি
ঘ. বাক্য
সঠিক উত্তর: খ. ভাষা
১২. বাংলা ভাষায় ব্যবহৃত তৎসম উপসর্গের মোট সংখ্যা কত?
ক. ২২
খ. ২৪
গ. ২০
ঘ. ৩২
সঠিক উত্তর: গ. ২০
১৩. ‘আমি জ্বর জ্বর বোধ করছি’ বাক্যে দ্বিরুক্ত শব্দ দ্বারা কী অর্থ বুঝানো হয়েছে?
ক. আধিক্যতা
খ. সামান্যতা
গ. ধারাবাহিকতা
ঘ. অসমাপ্ততা
সঠিক উত্তর: খ. সামান্যতা
১৪. কোনটি সাধিত শব্দ নয়?
ক. পানসা
খ. ফুলেল
গ. গোলাপ
ঘ. হাতল
সঠিক উত্তর: গ. গোলাপ
১৫. পূরণবাচক শব্দ কোনটি?
ক. একাদশ
খ. পাঁচ
গ. পহেলা
ঘ. সিকি
সঠিক উত্তর: ক. একাদশ
১৬. বাংলা ভাষায় মৌলিক স্বরধ্বনি কয়টি?
ক. ৯
খ. ৫
গ. ১১
ঘ. ৭
সঠিক উত্তর: ঘ. ৭
১৭. ‘পর্বত’ এর সমার্থক শব্দ কোনটি?
ক. গিরি
খ. দড়ি
গ. দরি
ঘ. গুহা
সঠিক উত্তর: ক. গিরি
১৮. খাঁটি বাংলা শব্দ কোনটি?
ক. কান
খ. ধর্ম
গ. চাবি
ঘ. নক্ষত্র
সঠিক উত্তর: ক. কান
১৯. নিচের কোন শব্দটির লিঙ্গান্তর হয় না?
ক. চাকী
খ. সেবিকা
গ. মালী
ঘ. সুন্দর
সঠিক উত্তর: ক. চাকী
২০. কোনটি শুদ্ধ বানান?
ক. সুচীপত্র
খ. সূচিপত্র
গ. সূচীপত্র
ঘ. সুচিপত্র
সঠিক উত্তর: খ. সূচিপত্র
২১. Correct spelling
ক. center
খ. centar
গ. ক ও খ উভয়ই
ঘ. একটিও না
সঠিক উত্তর: ক. center
২২. I went to school কোন tense?
ক. present indefinite
খ. past indefinite
গ. future indefinite
ঘ. noun
সঠিক উত্তর: খ. past indefinite
২৩. I live ... sylhet.
ক. in
খ. at
গ. to
ঘ. with
সঠিক উত্তর: ক. in
২৪. নিচের কোন বাক্যটি সঠিক?
ক. He go to school
খ. He go school
গ. He goes to school
ঘ. He do not go to school
সঠিক উত্তর: গ. He goes to school
২৫. ‘At last’ এর অর্থ কী?
ক. শেষের জন
খ. শেষের আগের জন
গ. অবশেষে
ঘ. কোনটিই নয়
সঠিক উত্তর: গ. অবশেষে